ঘোড়াগুলি মানুষ হোক। (প্রথম পর্ব)

একজন মানুষ একদিন জঙ্গলে বেড়াতে বেড়াতে দেখতে পেল একটা জংলী ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। লোকটার ইচ্ছে হল ঘোড়াটাকে ধরে বাড়িতে পুষবে। কিন্তু সমস্যা হল জংলী ঘোড়া ধরার মতন ফুর্তি কিম্বা দড়িদড়া কিছুই তার ছিল না। যা ছিল তা হচ্ছে বুদ্ধি। সেই বুদ্ধি দিয়েই সে কাজ শুরু করল।

মানুষঃ- কিরে ঘোড়া? কি করছিস?
ঘোড়াঃ- দেখতে পাস না? খাবার খুঁজে বেড়াচ্ছি।... তুই আবার কে রে?
মানুষঃ- আমি হলাম গিয়ে মানুষ। তুই আমাকে নিজের মতন ভাবিস নাকি? সম্মান দিয়ে কথা বলতে শেখ।
ঘোড়াঃ-- কেন রে? তুই আমার চাইতে কি এমন বিরাট কিছু যে সম্মান দিতে হবে?
মানুষঃ- আমি কি তা দেখতে চাস? দ্যাখ তাহলে। তুই খাবার খুঁজে বেড়াস কিন্তু আমার খাবার আমার সঙ্গে ঘুরে বেড়ায়। (পকেট থেকে বিস্কুট বের করে খাওয়া শুরু করে।)
ঘোড়াঃ- (মনে মনে) বাপ্রে বাপ! খাবার এর সাথে সাথে চলে? মানুষ হওয়ার তো বেশ মজা? (জোরে) তা দাদা, মানুষ হলে আর কি হয়?
মানুষঃ- কত কি সুবিধে। খাবার খুঁজে বেড়াতে হয় না।তথালা বাটিতে খাওয়া যায়। পাকা বাড়িতে আরামে ঘুমানো যায়। বাঘ সিংহ এসে ধরবে বলে এক চোখে তাকিয়ে থাকা লাগেনা। জামা পরতে পাওয়া যায়, তাতে শীত করেনা, মশাও লাগেনা। পায়ে জুতা পরা যায়, তাতে ধুলোকাদা লাগেনা। তুই যদি একবার মানুষ হয়ে যাস তো আর অন্য কিছু হতেই চাইবি না।
ঘোড়াঃ- আমি মানুষ হতে পারব?
মানুষঃ- না পারার কি আছে? এই তো গত বছর একটা কুকুর নিয়ে রাখলাম বাড়িতে। সে তো এখন থালায় খায়, বিছানায় ঘুমায়। তুই চাইলে তোকেও নিয়ে যেতে পারি। জগতের ভালো করাই তো মানুষের কাজ।
ঘোড়াঃ- আমি তাহলে মানুষ হবো। কি করতে হবে?
মানুষঃ- পরিশ্রম করতে হবে, আর আমার সব কথা শুনে চলতে হবে। সহজ কাজ নয় কিন্তু। মানুষের চলতে শিখতেই এক বছর লাগে। তুই যে জন্মের পরেই দৌড় দিয়েছিলি তেমন সোজা না।
ঘোড়াঃ- ঠিকাচে, সব করব। আমি মানুষ হতে চাই।


দ্বিতীয় দৃশ্যঃ- মানুষের বাড়ির রাস্তায় পরের দিন।

ঘোড়াঃ- তুমি আমার পিঠে চড়বে কেন?
মানুষঃ- দূর বোকা! আমার সঙ্গে যত ঘসাঘসি করবি ততই তোর ভাল হবে রে। দেখিস না, আমার কুকুরটা আমার কোলে ওঠে। তাছাড়া তুই জানিস না যে মানুষেরা তাদের বাচ্চাদের মানুষের কোলেপিঠে করেই মানুষ করে। দাঁড়া তোকে তার ছবি দেখাই। কিন্তু তুই কি আমার পিঠে চড়তে পারবি? পারিস যদি তো দেখ।
মানুষ ঘোড়াকে বেশ কিছু ছবি দেখিয়ে প্রমাণ করে দেয় যে মানুষ হতে গেলে কিভাবে কোলে পিঠে জড়াজড়ি করতে হয়। খাড়া দাঁড়ানো মানুষের পিঠে যে চড়া যাবেনা বুঝে ঘোড়াই শেষে মানুষকে পিঠে নেয়। মানুষ হবার শিক্ষা শুরু হয়ে যায়।
মানুষঃ- তুই কিন্তু আমার উপর বিশ্বাস রাখছিস না। সব কিছুতে সন্দেহ করলে তোর মানুষ হওয়া যাবেনা। মানুষ যদি বা হয়েও যাস তো বাজে মানুষ হবি।
ঘোড়াঃ- না না, আর আমি সন্দেহ করব না। প্রথম বার ভুল হয়ে গেছে।

তৃতীয় দৃশ্যঃ- মানুষের আস্তাবলের সামনে।

ঘোড়াঃ- আমার পিঠে এসব কি দিলে? আবার বাঁধাবাঁধি করছ কেন?
মানুষঃ- ওরে বোকারাম, একে জিন বলে। মানুষ হতে গেলে খালি গায়ে রাস্তায় বেরুতে নেই। আমাকে দেখিস কখনো খালি গায় যেতে?
ঘোড়াঃ- অ, বুঝলাম। কিন্তু পায়ে কি সব ঠুকছ আবার?
মানুষঃ- নাল পরাতে হবেনা? দ্যাখ আমার জুতা। খালিপায় চলে কি রকম মানুষ হবি? তোকে যতই মানুষ করতে চাইছি তুই ততই ফালতু প্রশ্ন করছিস। মানুষ হতে গেলে মন সাফ রাখতে হবে রে বোকা। গুরুকে বিশ্বাস করতে হবে।
মানুষ এবার ঘোড়াকে লাগাম পরায়। ঘোড়া আর কিছু বলতে ভরসা পায় না। মানুষ তার পিঠে চড়ে বসে।
মানুষঃ- এইটা কেন দিলাম জানিস? তোর মুখ বন্ধ রাখার জন্যে। কেবল বাজে প্রশ্ন করছিস। চল এবার দৌড় শুরু কর। তুই হয়ত আবার বলবি যে দৌড়াতে হবে কেন? দৌড়ে লাভ কি? এই যে আমি সকাল বেলায় রোজ ওঠবোস করি, তাতে কি লাভ হয় তুই বুঝবি? দুপুরে যে রোজ সাঁতার কেটে পুকুরের এপার থেকে ওপার যাই আর আসি তাতে কি লাভ হয় তুই কিছু বুঝবি? তুই বুঝতে না পারলেও লাভ হয়। একে এক্সারসাইজ বলে। মানুষ হতে গেলে এসব দরকার। বুঝলি কিছু???
ঘোড়া জলের মতন বুঝে যায়। বাধা মুখে হুহুহুহুহুহু করে।

মানুষঃ- তোর স্বভাব খুব খারাপ। তুই নির্ঘাত জিজ্ঞেস করবি কতক্ষণ দৌড়াতে হবে? সেটা এখন তুই নিজে ঠিক করতে পারবি না। আমি যেমন বলব তেমন দৌড়াবি। যখন বোঝার মতন জ্ঞান হবে তখন নিজেই ঠিক করবি। আর শোন, মাঝে মাঝে তোকে আমি চাবুক মারব। মানুষ হতে গেলে এটা লাগে। আমাকে মানুষ করার সময় আমার গুরুও মারত। মাথায় ঢুকেছে???
ঘোড়া দৌড়াতে দৌড়াতে বাঁধা মুখে হুঁহুঁহুঁ করে।



শেষ দৃশ্যঃ-
অনেক বছর কেটে গেছে। ঘোড়ার একটা বৌ জোগাড় হয়েছে। তাকেও একই পদ্ধতিতে শিক্ষা দিয়ে প্রায় মানুষ করে ফেলা গেছে। দুজনে মিলে এখন একটা গাড়ি চালায়। তাদের কয়েকটা ছানাপোনাও হয়েছে।

মানুষ হবার পথেও তারা অনেক দূর এগিয়েছে। তারা এখন খালিগায়ে থাকেনা। চলার সময় মাটিতে পা ঠেকে না। তাদের খাবার মুখের সামনে এসে যায়। পাকা বাড়িতে তারা বাস করে। রাত্রে বাঘ সিংহ ইত্যাদির ভয় থাকেনা। জঙ্গলে মানুষ যা যা কথা দিয়েছিল তার কোনোটাই মিথ্যা হয়নি। তার উপর তারা এখন গাড়ি চালানো শিখছে। তাদের ছানাপোনারাও মানুষ হওয়ার সাধনায় বেদম পরিশ্রম শুরু করেছে। ছানারা শুনেছে জঙ্গল বলে একটা যায়গা আছে, যেখানে কেউ খাবার এনে দেয় না। বরং বাঘ এসে খেয়ে ফেলতে পারে। "মালিক" তাদের পূর্বজদের নিরাপদে রাখার জন্যই জঙ্গল থেকে বের করে এনেছেন। তারা কোনোদিন জঙ্গল দেখেনি, দেখার কোনো ইচ্ছেও নেই। মালিক বলেছেন জঙ্গল খুব খারাপ জায়গা। কেউ যদি "মালিক" এর উপর বিশ্বাস না রাখে, তাঁর কথামত মানুষ হবার চেষ্টা না করে তবে তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে। ছানারা শুনে ভয় পায়। তারা প্রতিজ্ঞা করেছে যতদিন না "মানুষ হতে পারছে ততদিন চেষ্টা চালিয়েই যাবে। তাই মানুষ হবার জন্য বাপ-মায়ের চেয়ে তারা অনেক বেশি পরিশ্রম করে। ছেলেবেলা থেকে শিক্ষা পেয়ে তারা বাপ মায়ের চেয়েও বড় মাপের মানুষ হবে বলেই সবার ধারণা।

কেবল একটা দুঃখ এখনো বাকি। কোন রাস্তায় কখন কতদূর চলতে হবে সেইটা তারা এখনো বুঝে উঠতে পারেনি। তাদের বাপ-মায়েরও সে বিদ্যা এখনো হয়নাই। আসুন সকলে প্রার্থনা করি তারা যেন "মালিক" এর উপর বিশ্বাস না হারায়। তারা সবাই মানুষ হোক।



  বাঁধ ভাঙার আওয়াজ এ প্রকাশিত (পোস্টটি ৩০ জনের ভাল লেগেছে)






মন্তব্যসমূহঃ
 

১. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০৩
মেঘেরদেশ বলেছেন: অসাধারন :) চরম লাগ ল। :)
১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৯
লেখক বলেছেন: ধইন্যা। ;) ;)
আপনার ঘোড়ারা তাড়াতাড়ি মানুষ হোক।


২. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০৬
নিশাচর নাইম বলেছেন: অসাধারণ হয়েছে। :(
১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২০
লেখক বলেছেন: কান্দেন ক্যান? ঘোড়া কম আছে?? :P :P 


৩. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০৯
বাদ দেন বলেছেন: মেটাফরের চরমতম পর্যায়
১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৭
লেখক বলেছেন: মেটাফর কিতা? জাফর কিম্বা ক্যামফর এর কেউ হয়??


৪. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১২
পয়গম্বর বলেছেন: অনেকদিন পর একটা ভাল পোষ্ট পড়লাম।
১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:২০
লেখক বলেছেন: আমি জীবনে এই প্রথম পয়গম্বরের বানী পেলাম। :P :P 


৫. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৪
আসিফ মহিউদ্দীন বলেছেন: অসাধারণ বললে কম বলা হয়। আপনের জন্য কাচ্চি বিরিয়ানী বরাদ্দ হইলো, যেকোন সময় আইলেই খাওয়ামু।
১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:২১
লেখক বলেছেন: শুনেই খিদা লাগে।
(নাঃ খিদা লাগার কুনু ইমো নাই...)



৬. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৮
ব্লগী তানীম বলেছেন: অন্তত মানুষ যে হয়েছি,তার প্রমানও যদি দিতে পারতাম!
অসাধারণ একটা লেখা,
পুরো মনযোগে পড়লাম...
প্রিয়তে নিলাম...
প্রাথনা করতে দুহাত প্রসারিত করলাম ...
১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৩
লেখক বলেছেন: প্রার্থনা করুন যেন গাধারাও মানুষ হয়। অনেক দিন পরে আপনাকে দেখলাম।
৭. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২২
সজীব আকিব বলেছেন: চরম হৈচে বস।
+
১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৪
লেখক বলেছেন: এইরকম চরম জিনিস বেশ কিছু আছে। সময় পেলেই পালিশ করে দিমুনে।


৮. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৫৭
তায়েফ আহমাদ বলেছেন: সিম্পলি অসাধারণ!
১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩১
লেখক বলেছেন: সিম্পল মানে তো সাধারণ বলেই জান্তাম! :P 


৯. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:০২
আম-আঁটির ভেঁপু বলেছেন: অসাধারণ। পড়ার পর কিছুক্ষণ চুপ করে বসে ছিলাম। অনেকদিন এই কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাবে। প্রিয়তে।
১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৮
লেখক বলেছেন: এ মন্তব্যের জবাব নাই...
প্রিয়তে গিয়া ধন্য হইলাম।


১০. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:১২
রাজসোহান বলেছেন: দুর্দান্ত!
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫০
লেখক বলেছেন: ধুর, পুরোটাই শান্তিময় আলোচনামূলক পদ্ধতি।


১১. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:১৪
নীরব 009 বলেছেন: চরম লিখেছেন।+++++++++++++
;) ;) ;) ;) ;) ;)
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৮
লেখক বলেছেন: শুনে মজা পাইলাম।
আসেন একসাথে হাসি ;) ;) ;) ;) ;)


১২. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:৩৭
জেরী বলেছেন: প্লাস...
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫২
লেখক বলেছেন: প্লাস ভর্তা খাওনের মঞ্চায়।


১৩. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:৪২
আর.এইচ.সুমন বলেছেন: অনেক দিন প্রিয় পোস্টের তালিকায় নতুন কিছু যোগ হয়নি ..। এখন একটা হলো....

আপনাকে আর কি বলবো ...!!!! সবাই বলে ফেলেছে ।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫৫
লেখক বলেছেন: আপনার প্রিয়তে যাওয়ার মজাই আলাদা। আপনিও আমার প্রিয় লেখক। আপনার কোনো পোস্ট আমার প্রিয়তে না থাকলেও।
আমি বেশির ভাগ সময় ক্যাচাল করার জন্য পোস্ট শোকেসে রাখি। পছন্দের ব্লগ থাকে বুকমার্ক করা।


১৪. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ২:০২
সাধারণমানুষ বলেছেন: পিলাস ছাড়া আমার আপাতত কিছু বলা নাই ।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫৭
লেখক বলেছেন: আমাকে বলবেন কেন?
"ঘোড়াগুলি মানুষ হোক" বলে মালিক এর কাছে প্রার্থনা করুন।


১৫. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৩:৩১
আসিফ মহিউদ্দীন বলেছেন: সবাই দেখি প্লাস দিতাছে!!! কি যন্ত্রণা!!! /:) /:) /:)
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫৯
লেখক বলেছেন: সত্যি খুব খারাপ লাগে, ক্যাচাল করার জন্য কেউ আসেনা।


১৬. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৩:৫০
দাঁড়িপাল্লা বলেছেন: আসিফ মহিউদ্দীন বলেছেন: সবাই দেখি প্লাস দিতাছে!!! কি যন্ত্রণা!!!

ঘোড়াগুলি মানুষ হোক। (নববর্ষের প্রার্থনা।)
প্রার্থনায় কি আর কাজ হয়! ঘোড়া দাবড়াইলে তাহলে যদি কিছু হয়...
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০২
লেখক বলেছেন: ঘোড়াকে মানুষ করার জন্য দরকারে চাবুক চালানো যেতেই পারে। ঘোড়া নিজেই তাতে রাজি আছে।
 
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০৬
লেখক বলেছেন: যদি রাজি না থাকে তবে মালিক তাকে সেই ভয়ানক জঙ্গলে ফিরিয়ে দেবেন যেখান থেকে তাকে একদিন উদ্ধার করে এনেছিলেন। বুড়ো ঘোড়া দুটি হয়ত সেখানেও টিকে যাবে, কিন্তু বাচ্চা ঘোড়ারা কোনোদিন জঙ্গলে থাকার শিক্ষা পায়নি। তারা তাই 'স্বেচ্ছায়' মানুষ হতে চায়।

এখানে কোনো জবরদস্তি বা প্রতারণার কথাই নাই। কেউ ঘোড়াদের জোর করে ধরে আনেনাই। তাদের মিথ্যা কথায় ভুলিয়েও আনে নাই। 



১৭. ১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৭:৫২
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: চরম পোস্ট!!


সবখানে শেয়ার করলাম।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০৮
লেখক বলেছেন: শুনেই ডরাইলাম।
শেয়ার শুনলেই বাজারের অবস্থা মনে পড়ে যায়।


১৮. ১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৫৬
রঞ্জন বর্মণ বলেছেন: পোস্টা ভাল লাগলো। কিন্তু এই ঘোড়া গুলো যে মানুষ হবে না কোন দিনই তা কি আজকের বানরেরাও কি বুঝে (এখনো যারা মনে করে মানুষ বানর থেকে এসেছে)?
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১০
লেখক বলেছেন: জানিনা। তবে ঘোড়ার সাথে মানুষের যা তফাত, বানরের সাথে অতটা তফাত নাই। চেষ্টা করলে হবে কিনা দেখা দরকার।

 
১৯. ১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:০২
সৌরদীপ বলেছেন: ব্যপক :)
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১২
লেখক বলেছেন: হেঁ হেঁ! কি যে বলেন!!
(কলার টা একটু তোলার ইমো হবে।)


২০. ১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩২
লক্ষী পেঁচা বলেছেন: অসাধারণ
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৪
লেখক বলেছেন: হেহে, সবাই যদি এমন করে বলে তো কি আর কমু?


২১. ১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৪২
ওঙ্কার বলেছেন: আচ্ছা বর্মণ শব্দটা কি বানর থেকে এসেছে?
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৫
লেখক বলেছেন: দেখি এইটা নিয়ে পোস্ট দেওয়া যায় কিনা।


২২. ১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৭
অনুপম রঙ্কু বলেছেন: মাথা ছাড়া, খালি টুপি দিয়েই এত সুন্দর ভাবমূলক গল্প লেখা যায়!!
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৭
লেখক বলেছেন: টুপির স্থান যে মাথার চেয়ে উপরে তাও জানেন না? তাছাড়া টুপিটা কে দিয়েছেন দেখতে হবে তো!


২৩. ১৫ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৬
আমি সুখ পাখি বলেছেন: পোস্ট ভালা হইছে তাতে কোন সন্দেহ নাই।পিলাস।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৮
লেখক বলেছেন: অনেক দিন পরে আপনাকে ভালো লাগাতে পেরে ভালো লাগল।


২৪. ১৫ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: অসাধারণ..!!
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২০
লেখক বলেছেন: আপনার কথায় নিশ্চিত হলাম যে লেখাটা সত্যিই ভাল হয়েছে।

কারণ

আপনি

ঘোড়া নিয়ে এসেছেন। :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P


২৫. ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:০৮
সন্যাসী বলেছেন: জনাথন সুইফটের ট্রাভেল টু হুইনম পড়েছেন? সেখানেও কিন্তু গালিভার ঘোড়ার রাজ্যে ভ্রমনে যায়। সাহিত্য জগতে এত সুন্দর ও কঠিন স্যাটায়ার আর নেই। আপনারটাও তার সাথে এড করার উচিত।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২৩
লেখক বলেছেন: বলেন কি? আমি এত্ত উন্নতি করেছি শুনে ডরাইলাম। এর পর তো আজাইরা লেখা বন্ধ করে দিতে হবে!!!


২৬. ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২৮
আর.এইচ.সুমন বলেছেন: আজই প্রথম সরাসরি কারো কাছে শুনলাম আমি তার " প্রিয় লেখক "... :``>> :``>> :``>> একটু লজ্জা করছে ....।

ধন্যবাদ ভাই :)
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ২:৪১
লেখক বলেছেন: সত্যি কথা আমি নাকের ডগাতেই বলে থাকি। তবে খারাপ সত্যি বলতে গেলে অনেক সময় ঘুরিয়ে বলতে হয়। যাতে বুঝতে পারার আগেই পালাতে পারি।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ 


২৭. ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১:০৫
গরম কফি বলেছেন: অসাধারন বললেও কম বলা হবে ।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ২:৪৩
লেখক বলেছেন: খাইছে, অনেকেই তো অসাধারন বলেছে দেখলাম।
:P :P :P :P :P :P :P :P :P :P :P :P 


২৮. ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১:৩২
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ২:৪৩
লেখক বলেছেন:
হিমু ব্রাউন বলেছেন: =p~ =p~ =p~


২৯. ১৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৮
ফাইরুজ বলেছেন: দুর্দান্ত রকমের ভাল লাগলো।নব বর্ষের প্রার্থনা কবুল হোক।
১৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৪
লেখক বলেছেন: ভাল লেগেছে শুনে ভাল লাগল। বিশ্বাস রেখে মালিক এর কথামতো চললে ঘোড়ারা মানুষ হবেই একদিন। জ্ঞানীরা বলেন 'চেষ্টায় কি না হয়'??


৩০. ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫৫
আলবার্ট_আইনস্টাইন বলেছেন: বাস যে কোন দিক দিয়া গেছে তা বেশিরভাগ পাব্লিক ই বুঝতে পারে নাই ;)

অসাধারণ, পোস্টে প্লাস
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৯:২৫
লেখক বলেছেন: আফসুস, কি আর করা যায়!!!


৩১. ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫৬
আলবার্ট_আইনস্টাইন বলেছেন: ৩০ নাম্বার কমেন্টে বাস এর জায়গায় বাঁশ হবে ;)
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৯:২৭
লেখক বলেছেন: আপনার কথাটা রূপক হিসাবে রাখলেই ভাল করতেন। কেউ বুজত না।


৩২. ১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৩
হাম্বা বলেছেন: মেঘেরদেশ বলেছেন: অসাধারন :) চরম লাগ ল। :)
১৮ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৩
লেখক বলেছেন: হাম্বা হাম্বা।


৩৩. ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:৫০
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: হাহা
২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:০৬
লেখক বলেছেন: হিহিহিহি
ইয়ে, মানে চিঁহিহিহি =p~ =p~ :P :P 


৩৪. ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০৬
ইমন কুমার দে বলেছেন: সুন্দর..। সুখ পাইলাম । :)
২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৮
লেখক বলেছেন: হেহেহে,
পদ্ধতি জানলেন, এবার ঘোড়া মানুষ করুন আর সুখে থাকুন। :P :P 


৩৫. ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৬
Neelpoddo বলেছেন: হাহা।এতদিন পরে দেখলাম পোস্টখানা।লেখা অসাধারণ লাগলো। লেখার থেকে বড় বিনোদন পাইলাম অন্য কিছুতে।
আসুন সকলে প্রার্থনা করি তারা যেন "মালিক" এর উপর বিশ্বাস না হারায়। তারা সবাই মানুষ হোক।

সবাই বলেন আমিন। ;-) ;)
২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০২
লেখক বলেছেন: এক্কেরে আসল কথাটাই পড়ে ফেলেছেন।
সবাই বলেন; আমিন :P 


৩৬. ০৯ ই জুন, ২০১১ রাত ১০:৪৯
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: আলবার্ট_আইনস্টাইন বলেছেন: বাস যে কোন দিক দিয়া গেছে তা বেশিরভাগ পাব্লিক ই বুঝতে পারে নাই ;)

অসাধারণ, পোস্টে প্লাস .....
ামিও পেলাস দিয়া গেলাম। আর অবোশ্যই প্রিয় তে :)
১০ ই জুন, ২০১১ রাত ১:৪১
লেখক বলেছেন: না বুইলে আমি আর কি করি? আমি বেকুব নাস্তিক, এর চেয়ে ভালো বুঝাতে পারিনা।


৩৭. ১২ ই জুন, ২০১১ রাত ১:৫৩
কাদা মাটি জল বলেছেন: লেখক বলেছেন: না বুইলে আমি আর কি করি? আমি বেকুব নাস্তিক, এর চেয়ে ভালো বুঝাতে পারিনা।

হা হা প গে কমেন্ট পড়ে।

যদিও আমি আস্তিক, কিন্তু যেটার প্রতিবাদ করেছেন, সম্পুর্ণ সমর্থন

অন্ধ বিশ্বাস বড্ড ভয়াবহ বস্তু।
১২ ই জুন, ২০১১ সকাল ১০:১৩
লেখক বলেছেন: প্রশ্ন করতে মানা করলেই সেটা সন্দেহজনক লাগে।

0 comments:

Post a Comment