আবুলের বাপ ও আল্লার বাপ।

উড়ন্ত ঘোড়ার আবিষ্কারব ডঃ আবুল দিওয়ানার বাপের একটা নাম ছিল বটে। কিন্তু আবুল মহাশয় যেইদিন বিশ্ববিখ্যাত হইলেন সেদিনের পরে তিনি আবুলের বাপ নামেই সর্বত্র পরিচিত। এর আগেও অবশ্য অনেকে তাঁহাকে এই নামে ডাকিতেন। কিন্তু তাহাতে তাঁহার মনে সুখ ছিল না। কারণ তিনি নিজে সুপুত্র আবুলকে হারামজাদা বলিয়া ডাকিতেন।

যাহাই হউক সবে বরাত এর পবিত্র রজনীতে আবুলের বাপের সহসা মনে হইল আল্লা তাঁহার গদিচেয়ারে তাকিয়া ঠেসান দিয়া বসিয়া আছেন। অবশ্যই তিনি উহা চক্ষে দেখেন নাই। কিন্তু তিনি একজন বিশ্বাসী, গায়েবে তাঁহার অবিশ্বাস নাই। অতিশয় সংবেদনশীল অনুভূতির দ্বারা তিনি সহজেই বুঝিলেন যে সেই তাকিয়া ঠেসান দেওয়া ব্যক্তিটি স্বয়ং আল্লাহ।
অনেকে হয়ত মনে করিবেন যে আল্লার আর কাজকাম নাই! তিনি আবুলের বাপের কাছে আসিয়া বসিবেন। এক সাল আগে হইলে আবুলের বাপও এমন কথায় বিশ্বাস করিতেন না। কিন্তু এখন তিনি বিশ্ববিখ্যাত আবুলের বাপ। তাই এমন লোকের কাছে আল্লা আসিতেই পারেন।

যাহা হউক আবুলের বাপ বিশ্বাসী মানুষ হইলেও তিনি বিজ্ঞানী আবুলের বাপও বটেন। তাই আল্লার আগমণের কথা বলিলে যে অনেকে প্রমাণ চাহিবে তাহা তিনি পুত্রের কারবার দেখিয়া ভালই জানিতেন। কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ কেমনে সংগ্রহ করে তাহা তিনি ভাল মজানিতেন না। তাই তিনি সোজা পুত্রকে ফোন দিলেন।

ডঃ আবুল তখন বসিয়া ঠাকুরমার ঝুলির রূপকথা পড়িতেছিলেন। পড়িতে পড়িতে চিন্তা করিতেছিলেন ঘুমন্তপুরীর রাজকন্যাকে কোথায় গেলে আবিষ্কার করা যায়। এমন সময়ে বাপের ফোন আসিল।

বাপ- ব্যাটা আবুল, কোথায় আছি রে এখন? তোর কাছে বুদ্ধি চাই।
আবুল সমস্ত শুনিয়া তখনি অন্য ফোনে হেলিকপ্টার অর্ডার করিয়া আনাইলেন। একদল বিশেষজ্ঞ সমেত হেলিকপ্টারে চলিতে চলিতে বাপকে কহিলেন
আবুল- উনি চেয়ারে বসে আছেন তো। তা ওনাকে কি খোঁচা দেওয়া যায়?
আবুলের বাপ- না বেটা! হাত নাড়িয়ে দেখলাম, হাওয়ার মতনই লাগে।
আবুল- ছবি তোলা যায়?
আবুলের বাপ- না বেটা, মোবাইলে তুলে দেখলাম। কেবল চেয়ার দেখা যায়।
আবুল- উনি বসার ফলে কি চেয়ারের ওজন বেড়েছে?
আবুলের বাপ- নাঃ চেয়ারটা তুলে দেখলাম। একেবারে যেমন ছিল তেমনই।

আবুল- তার মানে ওনার শরীর কোনো বস্তু দিয়ে তৈরী নয়। আচ্ছা উনি কি নিঃশ্বাস ফেলেন?
আবুলের বাপ- মোটেই না। নাকের কাছে হাত দিয়েও কোনো বাতাস লাগে না।

এইসব আলোচনা করিতে করিতেই ডঃ আবুলের হেলিকপ্টার বাড়ি আসিয়া নামিল। সকলে সেই চেয়ারের কাছে আসিয়া পরীক্ষা শুরু করিলেন।

প্রথমেই ইনফ্রারেড হইলে এক্সরে পর্যন্ত ক্যামেরা দিয়া দেখা হইল। কোনোভাবেই কিছু দেখা গেল না।

চেয়ারটিকে অতি উন্নত যন্ত্রে ওজন করিয়া দেখা হইল। লোকটির কোনো ওজন পাওয়া গেল না।

এবারে চেয়ারটিকে পলিথিনের চাদরে ঢাকিয়া দিয়া ভিতরে বায়ু পরিমাপ যন্ত্র লাগানো হইল। তাহাতে বাতাসের কোনো পরিবর্তন দেখা গেল না। অর্থাৎ শ্বাসক্রিয়াও নাই।


চেয়ারের লোকটি যে অতিশয় অলৌকিক তাহা নিশ্চিত হইবার পরে তাহাকে প্রশ্ন করা শুরু হইল। অবশ্য অন্য কেহ তাহা পারেন নাই। আবুলের বাপই একমাত্র উহাকে অনুভব করিতে পারিতেছিলেন। তাই তিনিই দোভাষীর কাজ করিলেন।


প্রশ্ন- আপনি কে মহাশয়? আপনি কি আল্লার ফেরেস্তা? নাকি আল্লা স্বয়ং?
ব্যক্তি- আমি হলাম আল্লার বাপ।
প্রশ্ন- তা কিভাবে সম্ভব? আল্লার বাপ থাকে কিভাবে?
আল্লার বাপ- যেভাবে তোমাদের বাপ থাকে সেইভাবে আল্লারও বাপ থাকে। তোমরা কিভাবে জানলে যে আল্লার বাপ থাকতে পারে না?
প্রশ্ন- আল্লা তো নিজেই বলেছেন তেনার কোনো বাপ নাই। তাইলে আপনি কোথা থেকে এলেন?
আল্লার বাপ- আচ্ছা! তুমি কি আল্লাকে দেখেছ? তিনি যে তোমাকে সৃষ্টি করেছেন সেটা তুমি জানলে কিভাবে?
আবুল- সেটা তো আল্লাই বলেছেন যে তিনিই সব সৃষ্টি করেছেন
আল্লার বাপ- তাইলে দেখলে তো। যে বানিয়েছে সেইই বলতে পারে। তোমাকে যে আল্লায় বানিয়েছে সেটা তোমার জানার কথা না। সেটা আল্লায় জানে। তেমনি আমি আল্লাকে বানিয়েছি সেটা আল্লার জানার কথা না, সেটা আমি জানি। ভগবান, গড, আল্লা তিনটাকেই আমি বানিয়েছি। কিন্তু তারা এতটাই বেয়াড়া নাস্তিক হয়ে গেছে যে যেখানে সেখানে বলে বেড়ায় যে তারা নিজে নিজেই হয়েছে। ঠিক তোমাদের পৃথিবীর নাস্তিকগুলার মতন।
 
বাঁধ ভাঙার আওয়াজ-এ প্রকাশিত। পোস্টটি ২০ জনের ভাল লেগেছ।
 
 
 
মন্তব্যসমূহঃ-
 
 

১. ১৭ ই জুলাই, ২০১১ রাত ১১:৪৫
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: নাস্তিক ঈশ্বর =p~ =p~ =p~ =p~ আপনার লেখায় আল্লার বাপ ঝাঁঝাঁ প্রদাণ করুন। আমেণ। B-) B-)
১৭ ই জুলাই, ২০১১ রাত ১১:৫০
লেখক বলেছেন: নাস্তিক-আল্লার বাপের নবী বিজ্ঞানী-আবুলের বাপ। দেখা যাক কি নতুন কিতাব পাওয়া যায়। :) :)
১৭ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৩
লেখক বলেছেন: ওহ! আসল কথাটাই তো বলতে মনে নাই। আল্লার বাপ এসেছিলেন বিজ্ঞানী আবুলের কপালে নোবেল প্রাইজ লিখে দিতে। ;) ;) 

২. ১৭ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৬
বাদ দেন বলেছেন: কিন্তু তারা এতটাই বেয়াড়া নাস্তিক হয়ে গেছে যে যেখানে সেখানে বলে বেড়ায় যে তারা নিজে নিজেই হয়েছে। ঠিক তোমাদের পৃথিবীর নাস্তিকগুলার মতন। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
১৮ ই জুলাই, ২০১১ রাত ১২:০২
লেখক বলেছেন: পুলাগুলি বেজায় বদ হইছে। ঠিক আপনার মতন। :P
৩. ১৮ ই জুলাই, ২০১১ রাত ১২:০০
সেলিম জাহাঙ্গীর বলেছেন: লিখার হেডিং দেখে মনে করেছিলাম খুব ভালো একটা পোস্ট। কিন্তু পুরোটা পড়ে দেখলাম, তাতে করে লেখকের নাম টা দেখতে খুব ইচ্ছা করলো। পরে ভাবলাম এমন লিখা লেখা দু-পেয়ে গাধার দ্বারায় সম্ভব। ব্যাটা ফাজিল------------------------
১৮ ই জুলাই, ২০১১ রাত ১২:০৭
লেখক বলেছেন: ডঃ আবুল এবং তাঁর বাপ নিয়ে কিভাবে ভালো পোস্ট হবে? ওনারা আমার ফানি সিরিজের ক্যারেক্টার।
এমন লেখা আমার পক্ষেই সম্ভব শুনে খুব দুঃখ পেলাম। পাঁচজনে লিখলে চাপটা কম পড়ত।
ফাজিল তো মাদ্রাসায় পড়ে হয়। ;) 

৪. ১৮ ই জুলাই, ২০১১ রাত ১২:০৬
ভদ্র পোলা বলেছেন: পুরা বাইন## মারকা পোস্ট
১৮ ই জুলাই, ২০১১ রাত ১২:১০
লেখক বলেছেন: আপনার কমেন্টটাও ভদ্র পোলা মারকা। মজা পাইসি।

৫. ১৮ ই জুলাই, ২০১১ রাত ১২:১৩
বিসাম বলেছেন: আবুল পোষ্ট আসলেই একটা গাধা
১৮ ই জুলাই, ২০১১ রাত ১২:৩১
লেখক বলেছেন: শুধু বললেই হপে? প্রমাণ দ্যান! =p~ 

৬. ১৮ ই জুলাই, ২০১১ রাত ১২:২০
কপালপোড়া বলেছেন: ভগবান, গড, আল্লা তিনটাকেই আমি বানিয়েছি। কিন্তু তারা এতটাই বেয়াড়া নাস্তিক হয়ে গেছে যে যেখানে সেখানে বলে বেড়ায় যে তারা নিজে নিজেই হয়েছে।


এই জায়গাটা জটিল হইছে।
১৮ ই জুলাই, ২০১১ রাত ১২:৩২
লেখক বলেছেন: আল্লার বাপ (ভগার বাপও বলা যায়) আল্লারে হেদায়েত প্রদান করুন।



৭. ১৮ ই জুলাই, ২০১১ রাত ১২:৩২
সেচ্ছাসেবক বলেছেন: upnar nam tai jothartow ...
১৮ ই জুলাই, ২০১১ রাত ১২:৩৩
লেখক বলেছেন: ধন্যবাদ! সবই আল্লার বাপের ইচ্ছা।


৮. ১৮ ই জুলাই, ২০১১ রাত ১২:৪৯
সেচ্ছাসেবক বলেছেন: G ... Amra upnar bap shommondhe-o obogotow hoilam ... somewherein blog-a notice tanggano uchit "animal not allowed" ... Upni aktu try koren tow notice ta lagano jaA ki na ...
১৮ ই জুলাই, ২০১১ রাত ১:২৯
লেখক বলেছেন: আপনি যদি বাংলায় নোটিশটা লিখে ফেলেন তো আমি সেটা টাঙানোর জন্য অবশ্যই আন্দোলন কবতে প্রস্তুত। :P 


৯. ১৮ ই জুলাই, ২০১১ রাত ১:০২
সন্যাসী বলেছেন: ভগবান, গড, আল্লা তিনটাকেই আমি বানিয়েছি। কিন্তু তারা এতটাই বেয়াড়া নাস্তিক হয়ে গেছে যে যেখানে সেখানে বলে বেড়ায় যে তারা নিজে নিজেই হয়েছে। ঠিক তোমাদের পৃথিবীর নাস্তিকগুলার মতন।

=p~ =p~ =p~

চ র ম।
১৮ ই জুলাই, ২০১১ রাত ১:৩১
লেখক বলেছেন: একটা ভালো দিক আছে। আল্লার বাপ এসে পড়ায় সব ধর্ম এক হয়ে যাবার চান্স রইল।


১০. ১৮ ই জুলাই, ২০১১ রাত ১:৪৭
বৈকুন্ঠ বলেছেন: ভগবান, গড, আল্লা তিনটাকেই আমি বানিয়েছি। কিন্তু তারা এতটাই বেয়াড়া নাস্তিক হয়ে গেছে যে যেখানে সেখানে বলে বেড়ায় যে তারা নিজে নিজেই হয়েছে। ঠিক তোমাদের পৃথিবীর নাস্তিকগুলার মতন।

কি সাংঘাতিক কথা!!!!!!!???????? আপনার কল্লা চাই। কৈ পাওয়া যাইবো বলেন
১৮ ই জুলাই, ২০১১ রাত ২:৫০
লেখক বলেছেন: আল্লার বাপরে জিগান। শুনলাম তিনি সবকিছু জানেন।


১১. ১৮ ই জুলাই, ২০১১ রাত ১:৪৯
অচিনপাখি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
১৮ ই জুলাই, ২০১১ রাত ২:৫১
লেখক বলেছেন: কোন কথাটায় হাসলেন খুলে বলেন। আম্মো হাসি।


১২. ১৮ ই জুলাই, ২০১১ রাত ২:১২
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: তয় উনাদের বাপরে বানাইছে কেডা!!!!!!!!! B:-) B:-) :#) :#)
১৮ ই জুলাই, ২০১১ রাত ২:৫৩
লেখক বলেছেন: আমিই বানাইছি। ইহাতে কোনো সন্দেহ নাই।


১৩. ১৮ ই জুলাই, ২০১১ রাত ২:২৫
সজীব আকিব বলেছেন:
আমারো মাঝে মাঝে মনে হয় তিনডারেই আমি বানাইছি। :D

সেইরাম হৈচে।
১৮ ই জুলাই, ২০১১ রাত ২:৫৪
লেখক বলেছেন: পাক্কা ঈমানদারের মতন আপনার বিশ্বাসে অটল থাকুন। যে আপনার বিশ্বাসে আঘাত করবে সে সোওওওওওওও--জা নরকে যাবে।
১৮ ই জুলাই, ২০১১ রাত ২:৫৬
লেখক বলেছেন: আর ইয়ে
মাঝে মাঝে হলে চলবে না। ফুলটাইম বিশ্বাস আনতে হবে।


১৪. ১৮ ই জুলাই, ২০১১ রাত ৩:০৫
সিস্টেম বলেছেন: বাদ দেন বলেছেন: কিন্তু তারা এতটাই বেয়াড়া নাস্তিক হয়ে গেছে যে যেখানে সেখানে বলে বেড়ায় যে তারা নিজে নিজেই হয়েছে। ঠিক তোমাদের পৃথিবীর নাস্তিকগুলার মতন। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
১৮ ই জুলাই, ২০১১ সকাল ৮:২১
লেখক বলেছেন: উহারা নিজের সীমাবদ্ধ জ্ঞান দ্বারা আপন স্রষ্টাকে জানিতে পারে না। ঠিক পৃথিবীর নাস্তিকগুলার মতন। =p~ =p~ =p~ 


১৫. ১৮ ই জুলাই, ২০১১ রাত ৩:০৫
সবাক বলেছেন: আমাদের অফিসে বেশ কয়েকজন আল্লাহর বাপ (যারা আল্লাহরে বাঁচাইয়া রাখতে পাছা বিক্রি করতেও রাজি) আছে। উনাদের দেখার আগে আল্লাহরে বোকা মনে হইতো। উনাদেরকে দেখার পর থেকে ডাইরেক্ট বোকাচাদা মনে হয়।
১৮ ই জুলাই, ২০১১ সকাল ৮:২৩
লেখক বলেছেন: মুমিনেরা বড়ই বিচিত্র জীব। নিজে মার খাইলে আল্লার কাছে বিচার দেয়, এদিকে আল্লারে গদাম দিলে নিজেরা আগায়া পিঠ পাতে। তখন আর আল্লার শক্তির উপ্রে ভরসা রাখবার পারে না।


১৬. ১৮ ই জুলাই, ২০১১ রাত ৩:০৬
অন্য কেউ বলেছেন: সে-----------------------ই-রা-ম! জটিলস্য জটিল।
মহান FSM আপনাকে ছুঁয়ে দিন, with His Noodly appearance।
রামেন।
১৮ ই জুলাই, ২০১১ সকাল ৮:২৬
লেখক বলেছেন: আহা! সেই সৌভাগ্য কি আর হবে!


১৭. ১৮ ই জুলাই, ২০১১ সকাল ৭:১৬
আলবার্ট_আইনস্টাইন বলেছেন: ভগবান, গড, আল্লা তিনটাকেই আমি বানিয়েছি। কিন্তু তারা এতটাই বেয়াড়া নাস্তিক হয়ে গেছে যে যেখানে সেখানে বলে বেড়ায় যে তারা নিজে নিজেই হয়েছে। ঠিক তোমাদের পৃথিবীর নাস্তিকগুলার মতন।

=p~ =p~ =p~


অসাধারণ!
১৮ ই জুলাই, ২০১১ সকাল ৮:২৮
লেখক বলেছেন: যেই কারণে ঈশ্বরেরা বেকুব।
(কাকপাখির নতুন পোস্ট এই রকম হতে পারে।)


১৮. ১৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৫
জিসান শা ইকরাম বলেছেন:
যতই লেখেন, আমার বিশ্বাস টলাতে পারবেন না :)
১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৩৩
লেখক বলেছেন:

সকলে এনাকে 'বোকা বুড়ো' বলেই চেনে। বোকারা কতদুর কি করতে পারে তার জন্য মনেহয় এই একটা উদাহরনই যথেষ্ট হবে।
না হলে আরো অনেক আছে। চাইলেই পাবেন। :P :P 


১৯. ১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৪০
আসিফ মহিউদ্দীন বলেছেন: জটিলতম হইছে। পুরাই কোপাইন্না। প্রিয়তে।
১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪৩
লেখক বলেছেন: সকলই আল্লার বাপের ইচ্ছা।
তিনি আপনাকে উত্তম নেটওয়ার্ক প্রদান করুন। -আমিন-


২০. ১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১:৪২
বেঙ্গলেনসিস বলেছেন: হা হা বি খে চে উ প গে!
১৮ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১২
লেখক বলেছেন: এত্ত বড় কতাটার মানে কি? গুগুলে সার্চ দিয়াও পাই না।

 
২১. ১৮ ই জুলাই, ২০১১ দুপুর ২:১৪
ন-আিস্তক বলেছেন: হেই...আমি আল্লার দাদা কইতাছি...
১৮ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৩
লেখক বলেছেন: নমষ্কার, ভালো আছেন?
আপনার ভায়ের ফোন নম্বরটা যদি একটু দিতেন তো ভারি উপকার হত।


২২. ১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৪:১১
চয়নিকা বলেছেন: মুমিনেরা বড়ই বিচিত্র জীব। নিজে মার খাইলে আল্লার কাছে বিচার দেয়, এদিকে আল্লারে গদাম দিলে নিজেরা আগায়া পিঠ পাতে। তখন আর আল্লার শক্তির উপ্রে ভরসা রাখবার পারে না


সেরাম হইছে.................
১৮ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৪
লেখক বলেছেন: বড়ই বিচিত্র।


২৩. ১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৪:১৫
তানহা খান বলেছেন: ভগবান, গড, আল্লা তিনটাকেই আমি বানিয়েছি। কিন্তু তারা এতটাই বেয়াড়া নাস্তিক হয়ে গেছে যে যেখানে সেখানে বলে বেড়ায় যে তারা নিজে নিজেই হয়েছে। ঠিক তোমাদের পৃথিবীর নাস্তিকগুলার মতন


হা হা প গে..।জটিল বললে ভুল হবে।জটিলতম...
১৮ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৬
লেখক বলেছেন: তিন তিনটা পুলা নাস্তিক হৈয়া গেলে বাপের কত কষ্ট তা আপনে কেমনে বুইবেন? হাসেন, কি আর কমু!


২৪. ১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫১
গরম কফি বলেছেন:
নিজ দায়িত্বে পড়িলাম । কিন্তু কিজেনো একটা নাই ,,,,,কেউ কি বলতে পারেন জিনিসটা কি ?
১৮ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৭
লেখক বলেছেন: কমেন্টে গালাগালি নাই দেখলাম। আর কি নাই কইতারিনা। আপ্নে কৈয়া দেন।


২৫. ১৮ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৫
জোবায়েন সন্ধি বলেছেন:
ভগবান, গড, আল্লা ৩ জনই সেরা নাস্তিক!
=p~ =p~ =p~
১৮ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫০
লেখক বলেছেন: এবং নাস্তিকেরা বেকুব (কাকপাখি ২)


২৬. ১৮ ই জুলাই, ২০১১ রাত ১০:৩৬
সহৃদয় বলেছেন:
গত তিন মাসের সব লেখা গুলার মইধ্যে এইটা সেরা......
১৮ ই জুলাই, ২০১১ রাত ১১:৩৫
লেখক বলেছেন: তিন মাসের আমার লেখা? নাকি সক্কলের?
ডঃ আবুল লোকটিই এমন যে তাঁকে নিয়ে কিছু লিখলেই সেরা হয়ে যায়। এবারে তো আবুলের বাপও আছেন। ;) ;) 


২৭. ১৮ ই জুলাই, ২০১১ রাত ১১:০৫
হিমু ব্রাউন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~বস জটিলসসস। ফেস  বুকে শেয়ার কইরা গালি খাইলাম ।
১৮ ই জুলাই, ২০১১ রাত ১১:৩৭
লেখক বলেছেন: ধার্মিকদের গালি খাইলে নরকের আগুনের কিছুটা এইকালেই উশুল হয়। মরার পরে কম পুড়বেন। অভিনন্দন...


২৮. ১৯ শে জুলাই, ২০১১ রাত ৯:০৪
আমি নি (?) বলেছেন: আমি আল্লার বাপের উপর ঈমান আনিলাম। এখন আমারে কি আস্তিকের বাপ বলা যাইবেক?
১৯ শে জুলাই, ২০১১ রাত ১০:০৭
লেখক বলেছেন: এইটা তো আমি বলতে পারিনা। আবুলের বাপকে শুধানো লাগবে।


২৯. ১৯ শে জুলাই, ২০১১ রাত ৯:২০
জিসান শা ইকরাম বলেছেন:
বিশ্বাস থাকলেই বা কি, না থাকলেই বা কি ? :)
১৯ শে জুলাই, ২০১১ রাত ১০:১০
লেখক বলেছেন: কেন? তফাত আছে তো!
বিশ্বাস না থাকলে টাকা গুনে নেবেন। আর বিশ্বাস থাকলে না গুনেই নেবেন।


৩০. ২০ শে জুলাই, ২০১১ রাত ১:২২
হাম্বা বলেছেন: লেখক বলেছেন: আমিই বানাইছি। ইহাতে কোনো সন্দেহ নাই।:#)
২০ শে জুলাই, ২০১১ ভোর ৪:০৫
লেখক বলেছেন: অবশ্যই সন্দেহ নাই। সন্দেহ থাকলে সোওওওজা নরকে।


৩১. ২০ শে জুলাই, ২০১১ ভোর ৬:০৫
স্বমাক বলেছেন: দুর্দান্ত হইছে। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
২১ শে জুলাই, ২০১১ রাত ১:৪৩
লেখক বলেছেন: সবই আবুলের বাপের কৃপা।


৩২. ০৩ রা আগস্ট, ২০১১ রাত ১২:১৯
সবখানে সবাই আছে বলেছেন: অসাধারন। আমি পুরোপুরি অবাক। চমৎকার স্যাটায়ার।
০৩ রা আগস্ট, ২০১১ রাত ১২:৫৩
লেখক বলেছেন: সবই আল্লার বাপের কৃপা। আমরা তাহাই জানি যাহা তিনি জানাইয়াছেন।


৩৩. ০৩ রা আগস্ট, ২০১১ রাত ১:৪৪
গুহাবাসি বলেছেন: লেখক বলেছেন: একটা ভালো দিক আছে। আল্লার বাপ এসে পড়ায় সব ধর্ম এক হয়ে যাবার চান্স রইল।
০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ১:০৩
লেখক বলেছেন: খিকজ...


৩৪. ০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ১২:৪৫
নিপাট গর্দভ বলেছেন: ৩ জনেই রেডি হইয়া বইয়া আছে। আপনি খালি মইররা লন, এমন বাম্বু দিব আপনারে, এক লগে বাইবেল, কোরান, গীতা সব হজম হইয়া যাইব কিন্তুক!
০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ১:০৬
লেখক বলেছেন: দুনিয়ার বেশির ভাগ লোকেই ত দিনেরাতে বাম্বু খায়। কিন্তু যাদের বেহেস্তের বুকিং কনফার্ম সেইসব ধার্মিকেরা কোন দুঃখে এই দুনিয়ায় বেঁচে থাকে? :-B 


৩৫. ০৭ ই আগস্ট, ২০১১ রাত ১০:৪৭
কে জানে বলেছেন: হাহাহাহা...দারুন মজা পাইলাম বস, চালায় যান।
০৭ ই আগস্ট, ২০১১ রাত ১১:৫২
লেখক বলেছেন: অবশ্যই চলবে। থেমে যাবার কোনো চান্সই নেই।

0 comments:

Post a Comment